লোহাগাড়া থেকে মোঃ ইউসুফঃ– লোহাগাড়ায় বড়হাতিয়া ইউনিয়নস্থ ভবানীপুর নাইট শর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্ট-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গত ৯ ফেব্রুয়ারী ভবানীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বড়হাতিয়া ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য আজিজুল হক-এর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান বিজয় কুমার বড়–য়া। উদ্বোধক ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়াবিদ এরশাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন বায়তুশ শরফ হাসপাতালের সাধারণ সম্পাদক আনিসুর রহমান। অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, খেলাধুলা মানুষের মনকে সতেজ রাখে এবং সুস্থ রাখে। যুবসমাজকে মাদকের আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই। সকলের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে টুর্ণামেন্ট প্রতিযোগিতামূলক হবে এমন আশাবাদ ব্যক্ত করেন। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে জুনিয়র মাস্টার হাট দল বনাম আখতারিয়া পাড়া একাদশ। খেলায় বিজয় লাভ করে আখতারিয়া পাড়া একাদশ।
