২১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ শুক্রবার শরৎকাল

লোহাগাড়ায় মোস্তফা বেগম গার্লস স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন

লোহাগাড়া থেকে মোঃ ইউসুফ : লোহাগাড়া উপজেলার মোস্তফা বেগম গার্লস স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৮ ফেব্রুয়ারী সকালে বিদ্যালয় মিলনয়াতনে অনুষ্ঠিত বিদায় ও সংবর্ধনা সভায় সভাপত্বি করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাাম্মদ হাছান। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইনামুল হাছান। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শাহাব উদ্দীন চৌধুরী, লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর, বীর মুক্তিযোদ্ধা রফিক দিদার, ব্যাংকার মোঃ জহির উদ্দীন ও সাবেক ইউপি সদস্য মোঃ নাছির উদ্দীন প্রমুখ।
সভায় প্রধান অতিথি বলেন, প্রত্যেক শিক্ষার্থীকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে স্মার্ট বাংলাদেশ গঠনে অবদান রাখতে হবে।
এ’ছাড়া একই দিনে হাজ¦ী মোস্তাক আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয় ,আধুনগর আখতারিয়া দাখিল মাদরাসায় ও এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।