১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ সোমবার শরৎকাল

লোহাগাড়ায় ইউএনও কাপ ব্যাটমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

লোহাগাড়া থেকে মোঃ ইউসুফ : লোহাগাড়ায় ইউএনও কাপ ব্যাটমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে ৭ ফেব্রুয়ারী দিবাগত রাত আনুমাণিক ৮ টায় উপজেলা পরিষদ কার্যালয় সংলগ্ন অফিসার্স ক্লাব মাঠে। টুর্ণামেন্টের ফাইনাল খেলায় অংশগ্রহণ করে মনসুর দল বনাম লোহাগাড়া মডেল মসজিদ দল। খেলায় বিজয়ী হয়ে টুর্ণামেন্ট চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে লোহাগাড়া মডেল মসজিদ দল। খেলা শেষে পুরষ্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয় উপজেলা ক্রীড়া সংস্থার সিনিয়র সহ-সভাপতি থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলাম-এর সভাপতিত্বে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইনামুল হাছান। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল, উপজেলা কৃষি অফিসার কাজী শফিউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দীন হিরু, দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক (অতিরিক্ত) শহিদুল কবির সেলিম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস.কে সামশুল আলম, লোহাগাড়া জোনাল অফিসের ডিজিএম মোঃ শাহজাহান, ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শাহাব উদ্দীন চৌধুরী ও আধুনগর ইউপি চেয়ারম্যান আলহাজ¦ নাজিম উদ্দীন, কোষাধ্যক্ষ ও পদুয়া ইউপি চেয়ারম্যান হারুনর রশিদ, সদস্য ও পুটিবিলা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক এবং বীর মুক্তিযোদ্ধা রফিক দিদার প্রমুখ।