২১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ শুক্রবার শরৎকাল

মাদরাসার সুনামকে অক্ষুর রাখতে শিক্ষার্থীদেরকে ভাল ফলাফল অর্জন করতে হবে : রিদুওয়ানুল হক সুজন

লোহাগাড়া থেকে মোঃ ইউসুফ : জ্ঞান অর্জন করে মানুষকে বিতরণ করতে না পারলে সে জ্ঞানের মূল্য অর্থহীন। অভিভাবকদের বিয়ে প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। দ্বীনি শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় সুশিক্ষিত হতে হবে। ইসলামকে জীবন বিধান হিসেবে পরিগণিত করেছেন। ইসলাম প্রচারের জন্য মহান আল্লাহ হযরত মুহাম্মদ (সঃ) কে পৃথিবীতে পাঠিয়েছেন। আউলিয়াগণের মাধ্যমে লোহাগাড়ায় বিভিন্ন অঞ্চলে ইসলাম প্রচার-প্রসারে কাজ করে গেছেন। মাদরাসার শিক্ষার উন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছেন। সর্বোচ্চ মেধাবী শিক্ষার্থীদেরকে প্রাধান্য দিতে হবে। প্রত্যেক শিক্ষার্থীদেরকে সুন্দরভাবে পড়ালেখা করে ভাল ফলাফল অর্জন করে মাদরাসার সুনামের ধারা অব্যাহত রাখতে হবে। আমিরাবাদ সুফিয়া আলীয়া দাখিল মাদরাসার বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, সাবেক ছাত্রনেতা রিদুওয়ানুল হক সুজন প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত মন্তব্য করেছেন। সভায় সভাপত্বি করেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা শাহাদৎ হোসাইন। উপাধ্যক্ষ আলহাজ¦ মাওলানা আবু ছালেহ-এর সঞ্চালনায় বিদায় ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মাদরাসার অভিভাবক সদস্য মিয়া মোঃ শাহজাহান বিন আবদুল আজিজ, অভিভাবক সদস্য রেজা উদ্দীনসহ মাদরাসার শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।