চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) এস.এম শফি উল্লাহ’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ। আজ ৮ ফেব্রæয়ারি নগরীর ষোলশহরের ২নম্বর গেইটস্থ এসপি কার্যালয়ে তিনি সৌজন্য সাক্ষাতে মিলিত হন। শুরুতে এসপি’র হাতে ‘সংগ্রামে-আন্দোলনে গৌরবগাথায় শেখ হাসিনা’ নামক আলোকচিত্র সংকলন তুলে দেন তিনি। সংসদের মহানগর ইউনিটের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক চৌধুরী সৈয়দ, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহমদ ও সাহাবউদ্দিন মজুমদার এসময় উপস্থিত ছিলেন। মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদের তত্ত¡াবধানে ও সাহাবউদ্দিন মজুমদারের সম্পাদনায় বইটি প্রকাশিত হয়।
সৌজন্য সাক্ষাতকালে এসপি এস.এম শফি উল্লাহ বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও মহান স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর বীরত্বগাথা অবদান ও তাঁরই সুযোগ্য কন্যা পাঁচ বারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্দোলন-সংগ্রামের কিছু দুর্লভ চিত্র বইটিতে তুলে ধরা হয়েছে। এটি নতুন প্রজন্মের জন্য একটি চমৎকার প্রকাশনা। বইটি প্রত্যেক স্কুল-কলেজসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দেয়া হলে শিক্ষার্থীরা মহান স্বাধীনতার সঠিক ইতিহাস জানতে পারবে।
