১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার বসন্তকাল

বইমেলা আয়োজনে প্রায় ৫০ লাখ টাকা খরচ হবে : সিটি মেয়র

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সিআরবিতে অমর একুশের বইমেলার পর্দা উঠছে শুক্রবার। এবারের মেলায় মোট স্টল থাকছে ১৫৫টি। স্টল স্থাপনসহ বইমেলার শেষ মুহুর্তের প্রস্তুতি চলছে জোরেশোরে। চট্টগ্রাম সিটি করপোরেশন প্রতি বছরের মতো এবারও বইমেলার আয়োজন করেছে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী ৭ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে বইমেলার সার্বিক দিক তুলে ধরেন।
লিখিত বক্তব্যে মেয়র রেজাউল করিম চৌধুরী জানান, শুক্রবার শুরু হওয়া বইমেলা চলবে ২ মার্চ পর্যন্ত। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা এবং ছুটির দিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত বইমেলা চলবে। সিআরবির শিরিষতলা প্রাঙ্গন জুড়ে ৪৩ হাজার বর্গফুট জায়গায় বইমেলার আয়োজন করা হয়েছে। ঢাকা ও চট্টগ্রামের ৯২টি প্রকাশনা সংস্থার মোট ১৫৫টি স্টল এতে থাকছে। এর মধ্যে ৭৮টি ডবল স্টল ও সিঙ্গেল স্টল ৭৭টি। এছাড়াও থাকছে নতুন বইয়ের মোড়ক উন্মোচন মঞ্চ, বঙ্গবন্ধু কর্নার, লেখক আড্ডাসহ নারী কর্নার ও সেলফি কর্নার।
মেলায় প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন উৎসবের আয়োজন করা হবে। এছাড়া জাতীয় জীবনে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য একুশে সম্মাননা স্মারক পদক ও সাহিত্য পুরস্কার দেওয়া হবে।
বইমেলা আয়োজনে প্রায় ৫০ লাখ টাকা খরচ হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। ঢাকা থেকে আসা ১০টি প্রকাশনা সংস্থার প্রতিনিধিরা স্টল বরাদ্দ না পাওয়ার অভিযোগ করেন মেয়রের কাছে। মেয়র তাৎক্ষণিকভাবে তাদের জন্য স্টল বরাদ্দের নির্দেশ দেন।
মেয়র রেজাউল বলেন, ‘মেলার সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। খোলা জায়গা প্রচুর রাখা হয়েছে। নিরাপত্তার জন্য চারদিকে টিন দিয়ে ঘিরে দেওয়া হবে। সিসি ক্যামরা ও পুলিশ প্রহরা থাকবে। সিটি করপোরেশনের নিজস্ব সিকিউরিটিসহ নিরাপত্তা বলয় থাকবে।’
চট্টগ্রাম সিটি করপোরেশন ২০১৯ সাল থেকে বড় পরিসরে এ বইমেলার আয়োজন করে আসছে। চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদসহ আরও বিভিন্ন নাগরিক-সাংস্কৃতিক সংগঠন এতে সহযোগিতা দেয়। প্রতিবছর নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম প্রাঙ্গনে বইমেলার আয়োজন করা হলেও এবার জেলা প্রশাসনের আপত্তিতে সেখানে হচ্ছে না। এর পরিবর্তে সিটি করপোরেশন এবার সিআরবিতে বইমেলার আয়োজন করেছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চসিকের প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, বইমেলা কমিটির আহবায়ক কাউন্সিলর নিছার উদ্দিন আহমেদ মঞ্জু ও সদস্যসচিব মুহাম্মদ আবুল হাশেম, বীর মুক্তিযোদ্ধা শাহ আলম নীপু, সাংস্কৃতিক সংগঠক দেওয়ান মাকসুদ, কবি কামরুল হাসান বাদল, সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি সাহাবউদ্দিন হাসান বাবু ও সহ-সভাপতি রেহানা চৌধুরী ।