১৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ বুধবার শরৎকাল

চৌধুরীহাটে ইউনিক সুইটসকে ৩ লাখ টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনসহ নানা অনিয়মের অভিযোগে ইউনিক সুইটস নামে এক প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, চট্টগ্রাম জেলা কার্যালয়।

আজ ৭ ফেব্রুয়ারি সকালে হাটহাজারী উপজেলার চৌধুরীহাট এলাকার ঐ প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এ জরিমানা করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সোহেল রানা।

চট্টগ্রাম জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা ফারহান ইসলাম জানান, ইউনিক সুইটস অ্যান্ড বেকারিতে অভিযান চালানো হয়। এতে দেখা যায়, অপরিষ্কার পরিবেশে তৈরি হচ্ছিল মিষ্টি। এছাড়া খাদ্যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রাসায়নিক ব্যবহার, কিডনি রোগ সৃষ্টিকারী হাইড্রোজের ব্যবহারসহ নানা অসঙ্গতি পাওয়া যায় প্রতিষ্ঠানটিতে। অনিয়ম পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এমন অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানান তিনি।