লোহাগাড়া থেকে মোঃ ইফসুফ : উপজেলা সদর বটতলী ষ্টেশন চত্বরে অভিযান চালিয়ে এক মাদক সেবনকারীকে আটক করেছে থানা পুলিশ। গত ৫ ফেব্রুয়ারী দিবাগত রাত আনুমাণিক সোয়া ১২ টায় থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টীম তাকে আটক করেন। আটককৃত মাদক সেবনকারীর নাম মিনহাজুল আবেদীন নান্নু (২৫)। সে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মাস্টার হাট এলাকার আজিজুর রহমানের পুত্র। থানা অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত সময়ে মাদক সেবন করা অবস্থায় উক্ত যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে এবং তাকে আদালতে সৌপর্দ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
