২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ বৃহস্পতিবার শরৎকাল

লোহাগাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১ লক্ষ টাকা জরিমানা

লোহাগাড়া থেকে মোঃ ইউসুফ : উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডস্থ গৌড়স্থান এলাকায় অবৈধভাবে কৃষি জমির টপসয়েল কেটে মাটি বিক্রি করার দায়ে ১ ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গত ৫ ফেব্রুয়ারী সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রট তথা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজুমন লায়েল। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা। নির্বাহী ম্যাজিস্ট্রট তথা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজুমন লায়েল বলেন, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে উল্লেখিত সময়ে উক্ত স্থানে অবৈধভাবে জমির টপ সয়েল কাটার অপরাধে অভিযান চালিয়ে শাহাব উদ্দীন (৩১) কে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সে উক্ত এলাকার আবদুল মোনাফের পুত্র। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেছেন।