১৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ বুধবার শরৎকাল

বিভিন্ন এতিমখানা ও হেফজখানার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ

লোহাগাড়া থেকে মোঃ ইউসুফ : উপজেলার বিভিন্ন এতিমখানা ও হেফজখানার শিক্ষার্থীদের মাঝে নিজস্ব অর্থায়নে পুণরায় কম্বল বিতরণ করেছেন উপজেলা ভাইস চেয়ারম্যান এম.ইব্রাহীম কবির। গত ৩ ফেব্রুয়ারী সকালে অনুষ্ঠিত উক্ত কম্বল বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল্লামা ফজুলুল্লাহ (রহঃ) আদর্শ দাখিল মাদরাসার সুপার মাওলানা মুহাম্মদ ইসমাঈল, উত্তর পানত্রিশা শাহ মজিদিয়া রশিদিয়া হেফজখানা ও এতিমখানার মহা-পরিচালক মাওলানা হাফেজ সাবের আহমদ, মাওলানা মুহাম্মদ আবদুস সবুর, সাকিব মাহমুদ রুবেল,মাস্টার সাকিব আহমদ, মাস্টার সাকিব আজাদ প্রমুখ।
বিতরণকালে এম.ইব্রাহীম কবির বলেন, শীতের প্রকোপে অসহায় অস্বচ্ছল শিশু শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করতে পেরে তিনি আনন্দিত। তাঁর এ কর্মসূচী ধারাবাহিকভাবে চলতে থাকবে বলে তিনি উল্লেখ করেছেন।