১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার বসন্তকাল

ছড়ার উপর অবৈধ নির্মিত বাঁধ কেটে দিলে বনবিভাগের ২৫০০ একর জায়গা উদ্ধার

লোহাগাড়া থেকে মোঃ ইউসুফ : উপজেলা লোহাগাড়া ও সাতকানিয়ার সীমানা সংলগ্ন স্থান দিয়ে বয়ে গেছে সোনাকানিয়া ছড়া। উৎপত্তিস্থল গহীন অরণ্যে। তাই ছড়াটি খরস্রােতা। গর্জানিয়া, হিমছড়ি, সাপকাটা প্রভৃতি মিলে স্থানটি পরিচিতি লাভ করে পিরিলিয়া নামে। জায়গাটি বনভূমি অধ্যূষিত। আশে-পাশে রয়েছে ঝোপ-জঙ্গলবেষ্টিত বনাঞ্চল। এলাকার একটি প্রভাবশালী সিন্ডিকেট উক্ত ছড়ার উল্লেখিত স্থানে বাঁধ নির্মাণ করে মাছ চাষের পরিকল্পনা গ্রহণ করেন। ফলে, ২০২১ সালের প্রথমার্ধে অবৈধভাবে বাঁধটি নির্মাণ করে পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। ক্রমশঃ বাঁধের উপরিভাগের জলবদ্ধতায় পাশর্^বর্তী বনবিভাগের অনেক জায়গা ডুবে যায়। ক্ষতিগ্রস্ত হয় সমতল জায়গা ও বনবিভাগের বনাঞ্চল। একইভাবে সমস্যার সম্মুখীন হন বাঁধের উপরিভাগ ও নিন্মাংশের কৃষকেরা। প্রভাবশালী মহল জলাবদ্ধতার সুযোগ নিয়ে পুরোদমে শুরু করেন মৎস্যচাষ। এতে উভয় উপজেলার আনুমাণিক সাড়ে ৪ হাজার একর জমির চাষাবাদ ব্যাহত হয়। পাশাপাশি উভয় উপজেলার সংশ্লিষ্ট এলাকার কৃষকেরা তাঁদের দুঃখ-দুর্দশার কথা উল্লেখ করে বিভিন্ন সময় বিভিন্ন দপ্তরে অভিযোগ করে ও প্রভাবশালীদের প্রভাবের কারণে কোন ধরণের সমধান তাঁরা পাননি বলে জানিয়েছেন। এমনকি উক্ত বাঁধ নির্মাণের কারণে বনাঞ্চলের অসংখ্য বৃক্ষ ও ধ্বংস হয়ে গেছে। অবশেষে গত ৩ ফেব্রুয়ারী জনগণের ভাগ্যাকাশে নেমে আসে সৌভাগ্যের ছায়া। চট্টগ্রাম বন সার্কলের বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাশের নির্দেশনায় বিভাগীয় বন কর্মকর্তা আবদুল্লাহ আল মানুনের নেতৃত্বে বনবিভাগের একটি টীম গিয়ে উক্ত বাঁধটি কেটে দেন। দুপুর ৩ টা থেকে রাত আনুমাণিক সাড়ে ১০ টা পর্যন্ত বনবিভাগের এ অভিযান অব্যাহত ছিল বলে জানা গেছে। অপরদিকে, বাঁধ কেটে দেয়ার খরব শুনে স্থানীয় ও বিভিন্ন এলাকার কৃষকদের মাঝে আনন্দের জোয়ার বয়ে যেতে দেখা গেছে। তাঁরা মন্তব্য করেছেন, দীর্ঘদিন পরে হলে ও তাঁদের ভাগ্যাকাশ থেকে কালো মেঘের ঘনঘটার অবসান হয়েছে। এ’প্রসঙ্গে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারি বন সংরক্ষক দেলোয়ার হোসেন বলেন, সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অবৈধভাবে নির্মিত উক্ত বাঁধটি কেটে দেয়া হয়েছে। এ ধরণের বাঁধ নির্মাণে আর কাকে ও সুযোগ দেয়া হবেনা বলে তিনি জানিয়ছেন এবং এ ঘটনার সহিত যাঁরা জড়িত তাঁদের বিরুদ্ধে ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।