শঙ্কর মঠ ও মিশনের প্রথম আচার্য্যদেব যোগাচার্য পরমহংস শ্রীশ্রীমৎ স্বামী সত্যানন্দ গিরি মহারাজের ১১৫তম শুভ তিরোধান দিবস উপলক্ষে ২দিনব্যাপী মাঙ্গলিক কর্মসূচী আজ ১ ফেব্রুয়ারি হাটহাজারী উপজেলার চৌধুরীহাট এলাকার ফতেয়াবাদস্থ সাধুর পাহাড়ের শ্রীশ্রী সত্যানন্দ মঠে শুরু হয়েছে। এ উপলক্ষে আয়োজিত বিভিন্ন ধর্মীয় কর্মসূচির মধ্যে রয়েছে-গুরুপূজা, মঙ্গলারতি, গুরুবন্দনা, বিশ^শান্তি শ্রীশ্রীগীতাযজ্ঞ, হরি ওঁ কীর্ত্তন, শ্রীশ্রী চন্ডীপাঠ, অখ- প্রদীপ প্রজ¦লন, সমাজসেবা কার্যক্রম, সনাতন ধর্ম মহাসম্মেলন, প্রসাদ বিতরণ ও ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
আগামীকাল ২ ফেব্রুয়ারি শুক্রবার দুপুর ২টায় অনুষ্ঠিতব্য ধর্ম মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন চট্টগ্রাম-৫ হাটহাজারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ। আর্শীবাদক থাকবেন সীতাকুন্ড শঙ্কও মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ। অনুষ্ঠিতব্য ধর্ম মহাসম্মেলন ও মাঙ্গলিক কর্মসূচীতে জাতি-ধর্ম নির্বিশেষে সকল ভক্ত-শিষ্যদের উপস্থিত থাকার জন্য শ্রীশ্রী সত্যানন্দ মঠ পরিচালনা পরিষদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।