লোহাগাড়া থেকে মোঃ ইউসুফ : উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডস্থ এনজিও সংস্থা (আইএসডি)-এর সহযোগিতায় দুর্গম পাহাড়ী এলাকায় স্বামী পরিত্যাক্ত একজনসহ ২ বোনের নিকট বাড়ি হস্তান্তর করা হয়েছে। ১ ফেব্রুয়ারী সকালে বাড়ি হস্তান্তর করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান বিজয় কুমার বড়–য়া। ওই সময় উপস্থিত ছিলেন ৪ নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ সোহেল, ১,২,৩ নং ওয়ার্ডের মহিলা সদস্য আনোয়ারা বেগম, ২ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আবদুল মোতালেব, উপজেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মাসুম, তথ্য ও গবেষণা সম্পাদক ফখরদ্দীন মহমুদ, বড়হাতিয়া যুবলীগ নেতা লিটন চৌধুরী, খোরশেদ আলম, বড়হাতিয়া ছাত্রলীগ নেতা জামশেদ খান, বড়হাতিয়া সিএনজি চালক সমিতির সভাপতি নবাব মিয়া প্রমুখ।
