২১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ শুক্রবার শরৎকাল

লোহাগাড়ায় চেয়ারম্যান সমিতির কমিটি গঠন সভাপতি বিজয় কুমার বড়ুয়া,সাধারণ সম্পাদক হারুনর রশিদ

লোহাগাড়া থেকে মোঃ ইউসুফ : লোহাগাড়া উপজেলায় চেয়ারম্যান সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। ৩১ জানুয়ারি সন্ধ্যায় সদরের একটি রেস্টোরেন্টে কমিটি গঠনকল্পে এক সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সবার সম্মতিক্রমে লোহাগাড়ায় চেয়ারম্যান সমিতির কমিটিতে বড়হাতিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়াকে সভাপতি পদে, পুটিবিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মানিকে সহ-সভাপতি পদে এবং পদুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুনর রশিদ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে। 

উক্ত কমিটিতে লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছফা চৌধুরী’কে প্রধান উপদেষ্ঠা নির্বাচিত করা হয়েছে। 

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চুনতি ইউপি চেয়ারম্যান জয়নুল আবেদীন জনু, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান এস.এম ইউনুচ, কলাউজান ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এম.এ ওয়াহেদ, আধুনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নাজিম উদ্দিন,চরম্বা ইউপি চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ হেলাল উদ্দিন প্রমুখ।

উক্ত কমিটিতে সভাপতি বিজয় কুমার বড়ুয়া ও সাধারণ সম্পাদক হারুনর রশিদ বলেন, জনপ্রতিনিধিরা এলাকার উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে থাকেন । নতুন কমিটির মাধ্যমে সকলে মিলে-মিশে সমিতিকে আরো শক্তিশালী করে তোলবে বলে আশ্বাস দেন।