লোহাগাড়া থেকে মোঃ ইউসুফ : লোহাগাড়ায় বিভিন্ন এলাকায় অবৈধভাবে মাটি কাটায় বিরুদ্ধে পৃথক পৃথক অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। অভিযানে ৩ ব্যক্তিকে ২ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ৩০ জানুয়ারী সকাল থেকে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তথা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইনামুল হাছান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তথা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল লায়েল। অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা অফিস সহকারী তেজেন্দ্র বাবু, থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তথা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইনামুল হাছান বলেন, উল্লেখিত সময়ে উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে মাটির টপ সয়েল কেটে মাটি বিক্রি করছে প্রভাবশালীরা। অবৈধভাবে মাটির কাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়হাতিয়া, কলাউজান ও চরম্বা এলাকায় ৩ ব্যক্তিকে বালু মহাল ব্যবস্থপনা ২০১০ এর ১৫(১) ধারায় জরিমানা করা হয়েছে। কলাউজানের ফোরকান নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা, বড়হাতিয়ায় জঙ্গলী পীর পাড়ায় সাইফুলকে ১ লক্ষ টাকা এবং চরম্বা মাইজবিলা বড়–য়া পাড়ায় আবু বক্করকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সর্বমোট ৩ ব্যক্তি থেকে ২ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেছেন।
