১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার বসন্তকাল

সংরক্ষিত সংসদ সদস্য হিসেবে অধ্যাপিকা সায়রা বানু রৌশনীকে দেখতে চায় তৃণমূলের মহিলাকর্মীরা

দৈনিক নিউজ চাটগাঁ থেকে অভিষেক চৌধুরী : দ্বাদশ জাতীয় সংসদে আসন্ন সংরক্ষিত মহিলা আসনে শিক্ষা, সাহিত্য সংস্কৃতির বিচিত্র পথে চলাচল রাজনীতিবিদ অধ্যাপিকা সায়রা বানু রৌশনীকে সংরক্ষিত মহিলা সংসদ সদস্য হিসেবে দেখতে চায় দেখতে চায় তৃণমূলের মহিলাকর্মীরা। রাজনীতি সায়রার কাছে কেবল ভালোলাগা নয়,পারিবারিক উত্তরাধিকারে মনেপ্রাণে হাঁটা। চট্টগ্রামে আওয়ামী লীগের অঙ্গসংগঠন হিসেবে সকল কর্মসূচি ও কর্মকান্ডে সক্রিয় ও সবল সম্পৃক্ততার পাশাপাশি সংগঠনের কার্যক্রমে চট্টগ্রামে যুব মহিলা লীগ সায়রা বানুর নেতৃত্বে এখন অনিবার্য একটি নাম,সফল সংগঠন। মহানগরের সকল ওয়ার্ড ও ইউনিটে সংগঠনের বিস্তৃতি তার হাত ধরেই।
নিজ এলাকা লালখান বাজারেও রয়েছে তার একটি সর্বজন গ্রহণযোগ্য অবস্থান। মহানগরের প্রত্যেকটি ওয়ার্ডে, থানায় মহিলা নেতাকর্মীদের রাজনীতি সম্পৃক্তকরণ, নারীদের কল্যাণে কাজ করার লক্ষ্যে দিক বেদিক ছুটে গিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক অধ্যাপিকা সায়রা বানু রৌশনী। যুব মহিলাদের সংগঠিত করে তাদের জন্য একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করতে পেরেছেন এই নারীনেত্রী।
অধ্যাপিকা সায়রা বানু রৌশনী চট্টগ্রাম মহানগর যুব মহিলা লীগের আহ্বায়ক। এক যুগেরও বেশি সময় ধরে তিন তিনবার এ পদে অধিষ্ঠিত সায়রার হাত ধরেই চট্টগ্রামে যুব মহিলা লীগের যাত্রা এবং নানা প্রতিকূলতা,ত্যাগ ও সাংগঠনিক দক্ষতায় এ সংগঠনটি আজ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামী পরিবারে সুসংগঠিত একটি শক্তি। তিনি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার কর্মীদের নিয়ে মহানগর এবং বিভিন্ন সংসদীয় আসন নৌকার পক্ষে নারীদের জাগরণ সৃষ্টি, নারীদের ভোটকেন্দ্রে আনার লক্ষ্যে একনিষ্ঠ দায়িত্ব পালন করেছে।
এখন স্বপ্ন জাতীয় সংসদে চট্টগ্রামের নারীদের জন্য, চট্টগ্রামের জন্য কিছু বলা ও করা। মাননীয় প্রধানমন্ত্রী, প্রিয় নেত্রী যদি সুযোগ দেন তবে তার সফল নেতৃত্বের অনুগামী হয়ে আরো বেশি কাজ করতে পারব চট্টগ্রামের উন্নয়ন, শিল্প সংস্কৃতিসহ প্রয়োজনীয় সকল ক্ষেত্রে।রাজনীতির মাধ্যমে দেশের জন্য, মানুষের জন্য কিছু করতে চাই।
তৃণমূল মহিলা নেতাকর্মীসহ সাধারণ মানুষের মনে তার অবস্থান প্রশ্নাতীত বলে রাজনৈতিক জীবনসমৃদ্ধ পাশাপাশি সামাজিক কর্মে উজ্জ্বল একজন সংরক্ষিত মহিলা সাংসদ এলাকাবাসীর প্রাণের দাবীতে পরিণত হয়েছে।
উল্লেখ্য যে, অধ্যাপিকা সায়রা বানু রৌশনী ব্যবসায় শিক্ষায় স্নাতকোত্তর করা সায়রা জীবনের বড় একটা সময় কলেজ- বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। শিশুতোষ ও মুক্তিযুদ্বভিত্তিক ৪টি গ্রন্থ প্রকাশিত করেছে। যুক্ত আছেন লায়ন্স ক্লাব,সরকারি কমার্স কলেজ, মহসীন কলেজ প্রাক্তন শিক্ষার্থীদর সংগঠনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও সেবামূলক সংগঠনের সাথে।
তার পিতা বীর মুক্তিযোদ্বা ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক প্যানেল মেয়র আলহাজ্ব বদিউল আলম, মা আলহাজ্ব নাসিম বানু মহানগর মহিলা আওয়ামী লীগের সহসভাপতি।আওয়ামী পরিবারের নিবেদিত প্রাণ সদস্য হিসেবে খ্যাত বদিউল আলম বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে সকল ষড়যন্ত্রের বিপক্ষে স্বোচ্ছার ভূমিকা রেখে চলেছেন। মহানগর আওয়ামী লীগের কিংবদন্তি নেতা মহিউদ্দিন চৌধুরীকে ১/১১ তে গ্রেফতারের প্রতিবাদ করায় জেল খেটেছেন।জামাত- বিএনপি বিরোধী দৃঢ অবস্হানের কারণে বিএনপি শাসনামলে আক্রান্ত হয়েছেন সপরিবারে, বাসভবনে। চট্টগ্রাম মহানগর আওয়ামী পরিবারে জ্যেষ্ঠ ও নির্বিরোধ নেতা হিসেবে অভিভাবকের স্হানে আসীন এখন বদিউল আলম।
সায়রা বানু মা নাসিম বানুর রাজনৈতিক উত্তরাধিকারও ঐতিহ্য এবং গৌরবের। মহানগর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব জানে আলম দোভাষ নাসিম বানুর পিতামহ।