১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার বসন্তকাল

বড়হাতিয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউপি চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া

লোহাগাড়া থেকে মোঃ ইউসুফ : লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডস্থ আবদুল আলীম সিকদার পাড়ায় গত ২৭ জানুয়ারী ভোরে ভয়াবহ এক অগ্নিকান্ডে ৫ পবিরারের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে পরিবারগুলো নিঃস্ব হয়ে মানবেতর জীবনযাপন করছেন।
ফলে, ক্ষতিগ্রস্ত ঘরের লোকজনের দুঃখ-দূর্দশা দেখে স্থানীয় ইউপি চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া ঘটনাস্থ পরিদর্শন করেন এবং ওই দিন রাত্রেই তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে শুকনো খাবার ও কম্বল বিতরণ করেছেন।
বিতরণকালে তিনি নিঃস্ব পরিবারদের জন্য সম্ভাব্য আরো সহযোগিতার আশ^াস দেন।