১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার বসন্তকাল

সংরক্ষিত মহিলা সংসদ সদস্য হিসেবে ডা: বদরুন নাহার ভূঁইয়াকে দেখতে চায় তৃণমূলের নেতাকর্মীরা

দৈনিক নিউজ চাটগাঁ থেকে অভিষেক চৌধুরী : দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে বিশিষ্ট নারীনেত্রী ও সমাজ সেবিকা ডাঃ বদরুন নাহার ভূঁইয়াকে সংরক্ষিত মহিলা সংসদ সদস্য হিসেবে দেখতে চায় তৃণমূলের নেতাকর্মীরা। সৎ, নিষ্ঠা, নির্লোত ও নিরহংকারী হিসেবে মানুষের কল্যাণে অবিরত কাজ করে এই মানুষটি জনগণের সেবায় সংরক্ষিত মহিলা সংসদ সদস্য হিসেবে তৃণমূলের নেতাকর্মীদের পাশাপাশি এলাকাবাসীর প্রাণের দাবিতে পরিণত হয়েছে।
চাঁদপুর তথা এই জেলার মানুষের কল্যাণে জাতির জনকেরর আর্দশে বলীয়ান বাংলাদেশে আওয়ামী লীগের ক্রান্তি লগ্নে রাজপথ থেকে নির্যাতিত হওয়া চিকিৎসক বদরুন নাহার শুধু একজন নেত্রীই নন, চাঁদপুরের সকল কর্মীদের মাথা উচু করে ও মনোবল তুলে ধরে গর্ব করার মতো একজন প্রকৃত রাজনীতিবিদ। এখনও ছুটে চলেন কর্মীদের যে কোন বিপদে, আর্থিক ও মানুষিক ভাবে এগিয়ে আসেন হাজারো হামলা- মামলার স্বীকার যে কোন নেতা কর্মীর পাশে।

মানবতাৰ সেবিকা ডাঃ বদরুন নাহার ভূঁইয়া চাঁদপুরে প্রতিটি মানুষের মনে একজন উন্নয়নশীল মানুষীকতার সজ্জন ও পরিচ্ছন্ন ব্যাক্তি হিসেবে। কারো মারাত্মক অসুস্থর খবর শুকূলে তার কাছে ছুটে যান। উন্নত চিকিৎসার জন্য বিশেষ ব্যবস্থা নেন। অনেকের লেখাপড়ার জন্য আর্থিক সহায়তা করেন। অনেক গরিব শিক্ষার্থীকে স্কুলে ভর্তি করিয়ে দেন। বহু বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন। অসম্ভবল পরিবারের মেয়ের বিয়ের ভান্য আর্থিকভাবে ও বিভিন্ন উপায়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া যায় নিত্যনৈমিণ্ডিক বিষয়।
তৃণমূল নেতাকর্মীসহ সাধারণ মানুষের মনে তার অবস্থান প্রশ্নাতীত বলেই আওয়ামীলীগ নেতা কর্মীরা মনে করেন। এবং এই অঞ্চলের মানুষ বিশ্বাস করে এই গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ চাঁদপুরে রাজনৈতিক জীবনসমৃদ্ধ পাশাপাশি সামাজিক কর্মে উজ্জ্বল একজন সংরক্ষিত মহিলা সাংসদ এলাকাবাসীর প্রাণের দাবী।
উল্লেখ্য যে, ডাঃ বদরুন নাহার ভূঁইয়া বাংলাদেশ আওয়মী লীগের স্বাস্থ্য এবং মহিলা বিষয়ক উপকিমিটির সদস্য।সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা