১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার বসন্তকাল

সংরক্ষিত মহিলা আসনে চট্টগ্রাম থেকে এমপি পদপ্রার্থী লোহাগাড়ার সাজেদা সুরাত

লোহাগাড়া থেকে মোঃ ইউসুফ : একজন নিবেদিতপ্রাণ ও সমাজকর্মী। এলাকার দরিদ্র জনগোষ্ঠীর জীবন-মানোনয়নে শিক্ষা, স্বাস্থ্য,বাসস্থান,চিকিৎসাসহ নানা খাতে প্রশংসনীয় অবদান রাখবো। পেশাগত জীবনে ঢাকা ওমেন চেম্বার অফ কমার্স এর ভাইস প্রেসিডেন্ট এর দায়িত্ব পালন করেছি। বন্যা,ঘুর্ণিঝড় ইত্যাদি প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কল্যাণে সেবাকর্ম দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছি। তাই মাননীয় প্রধানমন্ত্রীর শুভদৃষ্টি কামনায় আমি বর্তমানে কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করছি। বাদবাকী জীবনটুকু আমি মানব সেবায় উৎসর্গ করে যেতে চাই। এহেন মনোবাসনা পূরণ করতে একান্ত প্রয়োজন শক্ত ভীত। তাই আমি ইচ্ছা পোষণ করছি, সংরক্ষিত মহিলা আসনে চট্টগ্রাম থেকে নির্বাচিত হতে। এ’ব্যাপারে আমি মাননীয় প্রধানমন্ত্রীর শুভদৃষ্টি কামনা করছি। ২৭ জানুয়ারী একান্ত এক সাক্ষাৎকারে চুনতি শাহ সাহেব কেবলার সন্তান প্রয়াত শাহজাদা জামাল আহমদ-এর মেঝ মেয়ে সাজেদা সুরাত উপরোক্ত মন্তব্য করেছেন।
সাজেদা সুরাত পেশায় একজন আর্কিটেক্ট। কানাডায় লেখাপড়া শেষ করে তিনি নিজ দেশে ব্যবসায় নিয়োজিত আছেন প্রায় ২ দশক ধরে। নারী শক্তি জাগরণে তিনি দেশের নারী সমাজকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন যাবৎ। তাই তাঁর যাত্রাপথ আরো গতিশীল করতে জাতীয় সংসদের সংরক্ষিণ মহিলা আসনে চট্টগ্রাম থেকে মনোনয়ন দেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর শুভদৃষ্টি কামনা করেছেন। আওয়ামী লীগের মনোনয়ন চাওয়ার বিষয়ে তিনি বলেন, ছাত্রলীগের রাজনীতির সাথে সংপৃক্ত ছিলেন। বঙ্গবন্ধুর আদর্শের রাজনৈতিক দল আওয়ামী লীগকে তিনি ভালোবাসেন। নারী উদ্যোক্তা হিসেবে দেশের নারী সমাজকে জাগ্রত করতে তিনি দীর্ঘদিন যাবৎ নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। আগামীতে প্রধানমন্ত্রীর স্বপ্ন স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে একজন নারী উদ্যোক্তা হিসেবে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করতে সংরক্ষিত মহিলা আসনে চট্টগ্রাম থেকে তিনি একজন এমপি পদপ্রার্র্থী বলে একান্ত আগ্রহী। সাক্ষাৎকারে তিনি তাঁর আগ্রহের কথা উক্ত প্রতিনিধির কাছে প্রকাশ করেন।