দৈনিক নিউজ চাটগাঁ ডেক্স : চট্টগ্রাম আইনজীবী বিজয়া সম্মিলন পরিষদের উদ্যোগে আয়েজিত বিজয়া সম্মিলন অনুষ্ঠানে সম্মাননা পেলেন ডেপুটি এর্টনি জেনারেল ও দৈনিক নিউজ চাটগাঁ পত্রিকার প্রধান সম্পাদক, সাবেক জেলা পিপি এডভোকেট মোঃ আবুল হাশেম।
গত ২৫ জানুয়ারি আইনজীবী সমিতির অডিটোরিয়ামে আয়োজিত বিজয়া সম্মিলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
এছাড়াও আয়োজিত অনুষ্ঠানে আশীর্বাদক ছিলেন পাঁচরিয়া তপোবন আশ্রমের অধ্যক্ষ স্বামী রবিশ্বরানন্দ পুরী মহারাজ, সংবর্ধেয় অতিথি ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক একুশে পদকপ্রাপ্ত শিল্পী বীর মুক্তিযোদ্ধা ড. মনোরঞ্জন গোষাল, বিশেষ অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঁইয়া, মহানগর দায়রা জজ জেবুন্নেছা, বার কাউন্সিল সদস্য এএসএম বদরুল আনোয়ার, আনোয়ার, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সেক্রেটারি আবদুন নুর দুলাল, জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. নাজিম উদ্দীন চৌধুরী ও সেক্রেটারি এএসএম বজলুর রশিদ মিন্টু।
প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, চট্টগ্রামে সার্কিট বেঞ্চ স্থাপন করণীয় বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। শুধু চট্টগ্রামে না, সারা দেশেই কোর্টের সংকট রয়েছে। বিষয়টি নজরে রয়েছে। সেটি সারা দেশেই করা হবে। আশা করছি, সংকট থাকবে না।
উল্লেখ্য যে, ডেপুটি এর্টনি জেনারেল ও দৈনিক নিউজ চাটগাঁ পত্রিকার প্রধান সম্পাদক, সাবেক জেলা পিপি এডভোকেট মোঃ আবুল হাশেম চট্টগ্রাম জেলায় মানবাধিকার নিয়ে সফলতার সহিত কার্যক্রম পরিচালনা, মানুষের কল্যাণে বিচারিক সেবা ও সমাজসেবায় অসহায়, দরিদ্র, মানুষের পাশে থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাউজান উপজেলার সন্তান হিসেবে চট্টগ্রামে একটি নজির দৃষ্টান্ত স্থাপন করবে বলে চট্টগ্রামবাসীর আশা প্রত্যাশা।
