১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার বসন্তকাল

অগ্নিকান্ডে ৫ বসতঘর পুড়ে ছাই লোহাগাড়ায়

লোহাগাড়া থেকে মোঃ ইউসুফ : উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডস্থ আবদুল আলীম সিকদার পাড়ায় অগ্নিকান্ডে ৫ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ২৭ জানুয়ারী ভোর আনুমাণিক সাড়ে ৪ টায় এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা হলেন যথাক্রমে ওই এলাকার অলি আহমদের পুত্র মকবুল আহমদ, নজির আহমদের পুত্র মোঃ ইউনুচ, মাহবুবুর রহমানে, মোঃ ইলিয়াছ ও নজরুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান বিজয় কুমার রড়–য়া ও সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার ওসমান গণি। ইউপি সদস্য ওসমান গণি জানান, উল্লেখিত সময়ে অগ্নিকান্ডে ৫ পরিবারের বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আশেপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। ওই সময় আগুনের লেলিহান শিখা দাউ-দাউ করে ছড়িয়ে পড়লে ৫ বসতঘর অগ্নিদদ্ধ হয়ে ক্ষতিগ্রস্ত হয়। উক্ত অগ্নিকান্ডের ঘটনা নিয়ে ২ পরিবারের সমস্যদের কাছ থেকে ভিন্ন ভিন্ন মন্তব্য পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত ইউনুচ পরিবারের দাবি, মকবুলের পরিবারের সদস্যরা তাদের বাড়িতে আগুন দিয়েছে এবং একই প্রসঙ্গে মকবুল পরিবারের সদস্যদের দাবি, ইউনুচ পরিবারের সদস্যরা তাদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য তাদের ঘরে আগুন দিয়েছে। কিন্তু, স্থানীয়রা ২ পরিবারের সদস্যদের ভিন্ন ভিন্ন মন্তব্যের কারণে অগ্নিকান্ডের সঠিক সূত্রপাত সম্পর্কে বলতে পারেননি। ফায়ার সার্ভিস ষ্টেশন লিডার রাখাল চন্দ্র রুদ্র জানান, অগ্নিকান্ডের ঘটনা শুনে তাঁরা দ্রুত ঘটনাস্থলে এসে অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকান্ডের সুত্রপাত সম্পর্কে তিনি সঠিক কোন তথ্য জানাতে পারেননি। তিনি বলেছেন, ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ১ পরিবার অপর পরিবারকে পরষ্পর দোষারুপ করায় প্রকৃত ঘটনা উদঘাটন করা জটিল হয়ে পড়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও নির্ধারণ করা সম্ভব হয়নি বলে তিনি উল্লেখ করেন। কেউ যদি আইনের কাছে লিখিত অভিযোগ করে, তাহলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অপর দিকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর খোঁজ নেয়ার জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান বিজয় কুমার বড়–য়া দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং সম্ভাব্য সহায়তার আশ^াস দেন।