লোহাগাড়া থেকে মোঃ ইউসুফ : লোহাগাড়া উপজেলায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধীর কাছ থেকে সর্বমোট ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ২৪ জানুয়ারী দুপুর আনুমাণিক ২ টা থেকে ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইনামুল হাছান। তিন জানান, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে উল্লেখিত সময়ে চরম্বা ইউনিয়নের নোয়ারবিলা এলাকায় জমির টপসয়েল কাটার দায়ে ১ ব্যক্তিকে ৫০ হাজার টাকা,কলাউজান ইউনিয়নে অপর ব্যক্তিকে ৫০ হাজার টাকা এবং চুনতি ইউনিয়নের ফারাঙ্গা এলাকার কিল্লাখোলায় অবৈধভাবে কাঠ পাচারের দায়ে মোঃ ইসলামের পুত্র মনছুরকে ১০ হাজার টাকাসহ সর্বমোট ৩ জন থেকে ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
