১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার বসন্তকাল

বটতলী শহর উন্নয়ন পরিচালনায় আহবায়ক কমিটি গঠিত লোহাগাড়ায়

লোহাগাড়া থেকে মোঃ ইউসুফ : উপজেলা লোহাগাড়া বটতলী শহর উন্নয়ন পরিচালনায় আহবায়ক কমিটি গঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দীন হিরু’কে আহবায়ক এবং খোরশেদ আলম’কে সদস্য সচিক করে ২১ সদস্য বিশিষ্ট উক্ত আহবায়ক কমিটি গঠিত হয়েছে। গত ২১ জানুয়ারী নবনির্বাচিত এমপি এম.এ.মোতালেব সিআইপি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে উপরোক্ত বিষয়টি নিশ্চিত হয়েছে। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য উপজেলা নির্বাহী অফিসার ইনামুল হাছান’কে নির্দেশ দিয়েছেন। উক্ত অনুমোদিত আহবায়ক কমিটি আগামী ৩ মসের মধ্যে হালনাগাদ ভোটার তালিকা প্রস্তুত করে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে পদক্ষেপ নেয়ার কথা উল্লেখ করা হয়েছে। এ’ব্যাপারে গত ২৩ জানুয়ারী সকালে নব গঠিত কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন যুগ্ন আহবায়ক যথাক্রমে নাজিম উদ্দীন, আলহাজ¦ মোঃ আবুল বশর, ফরিদ উদ্দীন, নজরুল ইসলাম,মোঃ আবদুল মালেক ও মোঃ আবু কাউছার। অন্য সদস্যরা হলেন যথাক্রমে সনাতন নাথ, মোঃ শহিদুল ইসলাম চৌধুরী, প্রসেনজিৎ পাল, মোঃ মোজাফফর, আরিফুল ইসলাম, মোঃ নোমান, মেম্বার নুরুন্নবী, ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম, মোঃ রহমত আলী (গুরা পুতু), আবদুল হাকিম, মোঃ শিহাব উদ্দিন ও মোঃ শওকত আলী প্রমুখ।
সভায় বটতলী মোটর ষ্টেশন তথা লোহাগাড়া উপ-শহরে সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে কার্যক্রম পরিচালনা করার জন্য সকলে এক মত পোষণ করেন।