লোহাগাড়া থেকে মোঃ ইউসুফ: উপজেলার পদুয়া ইউনিয়নস্থ নয়া পাড়া সংলগ্ন আরকান সড়কে ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটর সাইকেল আরোহী তিন জনই ঘটনাস্থলে মারা যান। ২২ জানুয়ারী বিকেল আনুমাণিক পৌণে ৪ টায় উক্ত সড়ক দূর্ঘটনাটি ঘটেছে। নিহতরা হলেন যথাক্রমে পদুয়া নয়া পাড়ার হাজী জালাল আহমদের পুত্র আবছার উদ্দীন (৩৫), আধুনগর ইউনিয়নের হানিফার পাড়ার ইলিয়াস মেম্বারের বাড়ির আবদুল কাদেরের পুত্র মোঃ জুবাইর (২৫) ও রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ধামারহাট এলাকার মোঃ বাবুলের পুত্র মোঃ জাহেদ (২৭)। বিষয়টি নিশ্চিত করেছেন দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খান মোঃ এরফান।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় চট্টগ্রাম অভিমুখী মোটর সাইকেলটি ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা কক্সবাজার অভিমুখী মালামালবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। উক্ত সংঘর্ষে ৩ মোটর সাইকেল আরোহী মোটর সাইকেল থেকে ছিটকে সড়কের উপর পড়ে গেলে তারা গুরুতর রক্তাক্ত আহত হয়ে ঘটনাস্থলে মারা যান। পরে খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খান মোঃ এরফান পুলিশের একটি টীম দ্রুত ঘটনাস্থলে প্রেরণ করেন। পুলিশ ঘটনাস্থলে এসে গাড়ি ২ টি জব্দ করেন এবং একই সময় ৩ জনের মৃতদেহ উদ্ধারপূর্বক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ট্রাক চালক ও সহকারী দ্রুত পালিয়ে যাওয়ায় পুলিশ কাকেও আটক করতে পারেননি। পরে আইনী প্রক্রিয়া শেষে করে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে বলে তিনি জানিয়েছেন।
