১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার বসন্তকাল

জামাল খানের ব্যবসায়ী অনিল শীলের সপিন্ডীকরণ অনুষ্ঠান ২৪ জানুয়ারি

চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ শীল পাড়া নিবাসী বিশিষ্ট সমাজসেবক শতবর্ষী প্রয়াত ফনিন্দ্র লাল শীলের দ্বিতীয় পুত্র ও জামালখানস্থ রানী জেনারেল স্টোরের স্বত্ত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী অনিল শীলের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সপিন্ডীকরণ অনুষ্ঠান আগামী ২৪ জানুয়ারী বুধবার গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আয়োজিত বিভিন্ন মাঙ্গলিক কর্মসূচীর মধ্যে রয়েছে- প্রয়াতের শ্মশানে পুস্পস্তবক অর্পণ, শ্রীশ্রীমদ্ভগবত গীতা পাঠ, চ-ী পাঠ, শ্রাদ্ধানুষ্ঠান ও মধ্যাহ্ন ভোজ। ২০২৩ সালের ৫ জানুয়ারি বৃহস্পতিবার ভোরে নগরীর পাঁচলাইশস্থ বেসরকারী পার্কভিউ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেন ব্যবসায়ী অনিল শীল।
তিথি অনুযাযী আগামী ২৪ জানুয়ারী বুধবার তাঁর বার্ষিক সপিন্ডীকরণ অনুষ্ঠান। প্রয়াত অনিল শীল চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সদস্য প্রদীপ কুমার শীল, সদস্য রনজিত কুমার শীল, জামালখানের ব্যবসায়ী অজিত কুমার শীল, অবসরপ্রাপ্ত শিক্ষিকা মঞ্জু রানী শীল, প্রবাসী সাংবাদিক ও ব্যবসায়ী সনজিত কুমার শীল, প্রবাসী ব্যবসায়ী প্রসনজিত কুমার শীল ও আমেরিকা প্রবাসী পম্পী রানী শীলের ভাই এবং প্রবাসী মিশন, প্রবাসী রিটন, ছোটন ও জয়া শীলের গর্বিত পিতা।