খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রায় ২০০ শত অসহায় ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ কামরুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন জোন উপ-অধিনায়ক মেজর মোঃ মুরাদ হোসাইন।
এছাড়া মাটিরাঙ্গা জোনের আওতাধীন বাইল্যাছড়ি স্কুল পাড়া এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে ছয় শতাধিক অসহায় পাহাড়ি বাঙ্গালীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।
এ সময় জোন অধিনায়ক উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবিক সহায়তা দিয়ে সাধারণ মানুষের পাশে আছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।