১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ সোমবার শরৎকাল

জেলা হোটেল-রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটি গঠন

চট্টগ্রাম জেলা হোটেল-রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়ন এর কর্মী সভায় কার্যকরি কমিটি গঠনকল্পে ২০ জানুয়ারি ২০২৪ তারিখ শনিবার রাত ৮টায় দোস্ত বিল্ডিং (৩য় তলা) কার্যালয়ে ইউনিয়ন এর সভাপতি সংগ্রামী শ্রমিক নেতা মোঃ রিপনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলামের পরিচালনায় এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। কর্মী সভায় বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, চট্টগ্রাম জেলা সমন্বয়ক মিটির সদস্য মোঃ ইউছুফ, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ, চট্টগ্রাম জেলা সভাপতি দিপক চন্দ্র পাল, চট্টগ্রাম জেলা হোটেল রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়ন এর প্রধান উপদেষ্টা মোহাম্মদ মামুন, প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মোজাফ্ফর, বাংলাদেশ ওএসকে গার্মেন্ট শ্রমিক ফেডারেশন এর চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, চট্টগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন এর সাবেক সভাপতি মোঃ সোহেল, মোঃ আলমগীর, চট্টগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন এর সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল প্রমুখ।

সভায় বক্তারা বলেন, চট্টগ্রাম জেলা হোটেল-রেস্টুরেন্ট শ্রমিকদের প্রচলিত শ্রম আইন ২০০৬ অনুযায়ী নিয়োগপত্র, পরিচয়পত্র নাই, দৈনিক ৮ ঘন্টা কাজ, সপ্তাহে দেড় দিন ছুটি সহ স্ব-বেতনে কোনো ছুটি ভোগ করতে পারে না। হোটেল এখন শিল্প, এই শিল্পের শ্রমিকদের জন্য সরকার ৯মে ২০১৭ সালে নূন্যতম মজুরি ঘোষণা করলেও তা বাস্তবায়ন হয় নাই। আজ ২০২৪ সাল ৭ বছর চলছে এখনও নতুন কোন মজুরি নির্ধারণ হয় নাই। চাল, ডাল, মাছ সকল নিত্যপণ্যের মূল্য প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। যে মজুরি এখন শ্রমিকরা পাই, তা দিয়ে ১৫ দিনও চলা যায় না। তাই আমরা কর্মী সভার মাধ্যমে সরকারকে জানাতে চাই অভিলম্বে বাজার দরের সাথে সংগতি রেখে নূন্যতম মূল মজুরি ২০,০০০/- (বিশ হাজার) টাকা ঘোষণা করতে হবে। সাথে সাথে শ্রম আইন বাস্তবায়ন ও অধিকার প্রতিষ্ঠার জন্য সকল হোটেল রেস্টুরেন্ট শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়। কর্মী সভায় মোহাম্মদ রিপন কে সভাপতি, মোঃ সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক ও মোঃ আবুল কাশেমকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি গঠন করা হয়।