২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ মঙ্গলবার শরৎকাল

চট্টগ্রামে দুই দিনব্যাপী সনাক আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত

দুর্নীতি প্রতিরোধে রাজনৈতিক সদিচ্ছা ও আইনের কার্যকর প্রয়োগ, সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতার চর্চা, ভোটাধিকার প্রযোগের অনুকূল পরিবেশ নিশ্চিতকরণ এবং অর্থ পাচার রোধে কার্যকর উদ্যোগ- গ্রহণের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত নাগরিকদের দুর্নীতিবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠন সচেতন নাগরিক কমিটি (সনাক)’র সদস্যবৃন্দ। ‘দুর্নীতি, দারিদ্র্য, অবিচার: নাগরিক ভাবনা’ শ্লোগান নিয়ে চট্টগ্রামের একটি হোটেলে অনুষ্ঠিত সনাক আঞ্চলিক সম্মেলনে উপস্থিত সদস্যগণ এ দাবি জানান। চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের ১০টি সনাক’র শতাধিক সদস্যের উপস্থিতিতে দুই দিনব্যাপী দুর্নীতিবিরোধী এই আঞ্চলিক সনাক সম্মেলন আজ (২০ জানুয়ারি ২০২৪) শেষ হয়েছে। 

সনাক সম্মেলনে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন টিআইবি’র সাধারণ পর্ষদে সনাক প্রতিনিধি ও সনাক কুমিল্লা’র সদস্য বদরুল হুদা জেনু, সনাক চট্টগ্রাম মহানগরের সভাপতি অ্যাডভোকেট আখতার কবির চৌধুরী এবং টিআইবি’র সিভিক এনগেজমেন্ট বিভাগের পরিচালক ফারহানা ফেরদৌস। সম্মেলনে সনাক চট্টগ্রাম মহানগর, পটিয়া, চকরিয়া, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ল²ীপুর, চাঁদপুর এবং মুন্সীগঞ্জ এর প্রতিনিধিগণ ‘দুর্নীতি, দারিদ্র্য, অবিচার ও দুুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন: নাগরিক ভাবনা’ এবং ‘টিআইবি’র চলমান কার্যক্রমের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ বিষয়ে মুক্ত আলোচনায় অংশ নিয়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন সফল করতে করণীয় বিভিন্ন দিক তুলে ধরেন। 

টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতির কারণে আমাদের জাতীয় আয়ের একটি বড় অংশ  ক্ষতিগ্রস্ত হয়, দুর্নীতি না হলে প্রবৃদ্ধি ১০ শতাংশ হতে পারতো। বিশে^ যে সকল দেশ অর্থ পাচারের শীর্ষে, বাংলাদেশ তার মধ্যে অন্যতম। এক শ্রেণির মানুষ অর্থ পাচার করলেও তাদেরকে শাস্তির আওতায় আনা হয় না। যদি অর্থ পাচার নিয়ন্ত্রণ করা যেতো তাহলে বছরে দেশের ১২ বিলিয়ন ডলার অর্থ রক্ষা করা হত। নি¤œ আয়ের মানুষের কাঁধে বিত্তশালীদের ঋণের বোঝা, অথচ ঋণখেলাপিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। অনেক ক্ষেত্রেই ঘুষ না দিলে মানুষ যথাযথভাবে সেবা পায় না। সেবা প্রদানের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো কিছু রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তির কাছে জিম্মি হয়ে পড়েছে। জাতীয় সংসদকে আরও কার্যকর করার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সরকারের সংস্থাগুলোকে দুর্নীতি প্রতিরোধে একসাথে কার্যকর ভূমিকা পালন করতে হবে। দুর্নীতি প্রতিরোধে প্রয়োজন রাজনৈতিক স্বদিচ্ছা। বিদ্যমান আইনের কার্যকর প্রয়োগ বা প্রয়োজনে নতুন আইনি কাঠামো গড়ে তুলতে হবে। প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে হবে; পাশাপাশি সাধারণ জনগণকে সচেতন ও সোচ্চার হতে হবে। 

“দুর্নীতি, দারিদ্র্য, অবিচার: নাগরিক ভাবনা” শীর্ষক আলোচনায় সনাক প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন সনাক চট্টগ্রাম মহানগরের সদস্য ইঞ্জিনিয়ার সুভাষ চন্দ্র বড়–য়া, সনাক চকরিয়ার সদস্য আলহাজ¦ ফরিদ উদ্দিন চৌধুরী, সনাক চাঁদপুরের সভাপতি ডা. পীযূষ কান্তি বড়–য়া, সনাক পটিয়ার সভাপতি অ্যাডভোকেট কবি শেখর নাথ পিন্টু, সনাক কুমিল্লার সদস্য মাসুক আলতাফ চৌধুরী, সনাক খাগড়াছড়ির সদস্য এমএ মর্তুজা পলাশ, সনাক ল²ীপুরের সভাপতি প্রফেসর জেড. এম ফারুকী, সনাক মুন্সীগঞ্জের সভাপতি মোঃ ফজলুর রহমান, সনাক ব্রাহ্মণবাড়িয়ার সদস্য মোঃ শহিদুল ইসলাম এবং সনাক রাঙ্গামাটির সদস্য অ্যাডভোকেট সুস্মিতা চাকমা, সনাক মুন্সিগঞ্জের সদস্য শাহনাজ বেগম, চট্রগ্রাম মহানগরের সদস্য জেসমিন সুলতানা পারু, সনাক কুমিল্লার সদস্য সেলিনা আক্তার প্রমুখ। 

দুর্নীতিবিরোধী কার্যক্রম বাস্তবায়নের অভিজ্ঞতা এবং চ্যালেঞ্জ ও সম্ভাবনা বিষয়ক আলোচনায় অংশগ্রহণ করেন সনাক চট্টগ্রাম মহানগরের সদস্য সঞ্জয় বিশ^াস, সনাক চকরিয়ার সহ-সভাপতি রনেন্দু বিকাশ দে, সনাক চাঁদপুরের সদস্য কাজী শাহাদাত, সনাক পটিয়ার সদস্য এসএমএকে জাহাঙ্গীর, সনাক কুমিল্লার সভাপতি রোকেয়া বেগম শেফালী, সনাক খাগড়াছড়ির সভাপতি শেফালীকা ত্রিপুরা, সনাক ল²ীপুরের সদস্য প্রফেসর মো: রফিকুল আহসান, সনাক মুন্সীগঞ্জের সদস্য শুভংকর বিশ^াস, সনাক ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি আবদুন নূর এবং সনাক রাঙ্গামাটির সদস্য নিরুপা দেওয়ান প্রমুখ। এছাড়া সম্মেলনের এ পর্বে সনাক চট্টগ্রাম মহানগরের তত্ত¡াবধানে পরিচালিত অ্যাকটিভ সিটিজেন্স গ্রæপের ০৬ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। 

মুক্তিযুদ্ধের চেতনায় দুর্নীতিমুক্ত, সুশাসিত বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে বক্তাগণ দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে আরও গতিশীল করার উপর গুরুত্বারোপ করে বলেন, রাজনৈতিক সদিচ্ছা ও আইনের কার্যকর প্রয়োগ নিশ্চিত হলে দুর্নীতি প্রতিরোধ সম্ভব।