বিরোধী দল শূন্য একদলীয় পাতানো দ্বাদশ জাতীয় নির্বাচন জনগণের বৃহত্তর অংশের ভোট বর্জনের কারণে আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিশ্বে গ্রহণযোগ্যতা অর্জনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আবারও প্রমাণিত হয়েছে, দলীয় সরকারের অধীনে বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। বৈশ্বিক রাজনীতির কৌশলগত কারণে ও নিজ নিজ দেশের স্বার্থ রক্ষার জন্য যে সকল রাষ্ট্র এই রকম একতরফা, পাতানো ও সাক্ষীগোপাল নির্বাচনের পক্ষে সাফাই গাইছেন তারা গণতন্ত্র ও মানবাধিকারের বিপক্ষে অবস্থান নিয়েছেন। ভোট বর্জনের মত করেই দেশের জনগণ সেসব দেশের পণ্য, সেবা প্রভৃতি বয়কট করে যথাসময়ে এর সমুচিত জবাব দেবে। কারণ জনগণ দৃঢ়ভাবে বিশ্বাস করে, যাদের পররাষ্ট্রনীতিতে বাংলাদেশের নাগরিকদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন থাকবে না তারা জনগণের বন্ধু হতে পারে না।
নিপীড়িত বাঙ্গালী মুসলমানের মুক্তিদূত, মুসলিম লীগের প্রতিষ্ঠাতা, শিক্ষানুরাগী নবাব স্যার সলিমুল্লাহর ১০৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ২০ জানুয়ারি বাদ যোহর মুসলিম লীগ কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদারের সভাপতিত্বে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত নেতৃবৃন্দ উপরোক্ত মন্তব্য করেন। আরও বক্তব্য রাখেন দলীয় মহাসচিব প্রবীণ রাজনীতিবিদ কাজী আবুল খায়ের, স্থায়ী কমিটির সদস্য আতিকুল ইসলাম ও আনোয়ার হোসেন আবুড়ী, সহ-সভাপতি এ্যাড. আফতাব হোসেন মোল্লা ও সৈয়দ আব্দুল হান্নান নূর, অতিরিক্ত মহাসচিব আকবর হোসেন পাঠান ও কাজী এ.এ কাফী, কেন্দ্রীয় নেতা খান আসাদ, শেখ এ সবুর, খোন্দকার জিল্লুর রহমান, নুরুজ্জামান বাছার, ছাত্রনেতা নূর আলম প্রমুখ। প্রধান বক্তার বক্তব্যে কাজী আবুল খায়ের বলেন, দেশ সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ভাবে এক ভয়াবহ দুর্যোগের মুখে দাড়িয়ে আছে। নির্বাচন কালীন সরকারের অধীনে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মাধ্যমে জাতিকে ঐক্যবদ্ধ করে এ সংকট মোকাবেলার কোন বিকল্প নেই। সভা শেষে নবাব সলিমুল্লাহর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।