২১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ শুক্রবার শরৎকাল

নতুন এমপি পেয়ে লোহাগাড়াবাসীর মাঝে বয়ে যাচ্ছে আনন্দ-খুশীর বিজয় উল্লাস

লোহাগাড়া থেকে মোঃ ইউসুফ : জীবনযাত্রা গতিশীল হয় অত্র উপজেলাধীন পদুয়া ইউনিয়নস্থ পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের শিক্ষকতা দিয়ে। সততা ও উদার মন-মানসিকতার সুদূরপ্রসারী স্বপ্ন তাঁকে করে মহান ব্যক্তিত্বসম্পন্ন কর্মবীর,শিক্ষানুরাগী, সমাজসেবক,ব্যবসায়ী ও রাজনীতিবিদ। তাঁর বাড়ি সাতকানিয়া উপজেলায়। নিজ এলাকায় দেশের অনন্য শিক্ষা প্রতিষ্ঠান এম.এ.মোতালেব কলেজ প্রতিষ্ঠা করে শিক্ষাক্ষেত্রে মানসম্মত শিক্ষা ব্যবস্থায় উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। তিনি একজন সৎ-আদর্শবান, নির্লোভ ও ত্যাগী আওয়ামী লীগ রাজনৈতিক ব্যক্তি। তিনি সদ্য বিদায়ী সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান এবং বর্তমানে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি। অসম্প্রদায়িক রাজনৈতিক মনোভাব নিয়ে তিনি এলাকার মানুষের মাঝে সুন্দর আওয়ামী লীগ রাজনীতি উপহার দিয়েছেন। গুণে-মানে তিনি সিআইপি উপাধি লাভ করেন। ধনে ধনাঢ্য,গুণে-মানে সম্মানী হওয়ায় পর ও তাঁর স্বভাব-চরিত্র ও আচার-ব্যবহার তাঁকে গড়ে তোলে গরীয়ান ও মহীয়ান। আওয়ামী লীগের একজন ত্যাগী নেতা হিসেবে জনগণের অকুণ্ঠ সমর্থন ও ভালবাসা নিয়ে সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া)-আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনোনয়ন চেয়েছিলেন। কিন্ত দূর্ভাগ্যবশতঃ অজ্ঞাত কারণে নৌকা প্রতীকে মনোনয়ন পাননি। মনোনয়ন পেয়েছেন সাবেক সাংসদ ড.নদভী। মনোনয়ন না পাওয়ায় এম.এ.মোতালেব সিআইপি ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহণ করেন। সুষ্ট নির্বাচনে এম.এ.মোতালেব সিআইপি বিপুল ভোটে জয়লাভ করেন। ড.নদভী পূর্বে দু’বার এ’আসনে এমপি নির্বাচিত হন। ১০ বছর ক্ষমতায় থাকার পর ও বড় ধরণের তাঁর এ পরাজয় এক প্রকার দায়িত্ব পালনে ব্যর্থতা বলে অভিজ্ঞ মহল মন্তব্য করেছেন। অপর দিকে দেখা গেছে, ক্ষমতা পরিবর্তনের সাথে সাথে এলাকার জনপদে আনন্দ-খুশীর জোয়ার বইতে শুরু করে। এলাকাবাসীর মন্তব্য, নবনির্বাচিত সাংসদের কাছ থেকে তাঁরা সুশাসন আশা করছেন। জনগণের প্রত্যাশা, এলাকাবাসীর ভাগ্যকাশে এবার শান্তির পায়রা উড়বে এবং সুশাসন লাভে বিভিন্নভাবে উপকৃত হবেন। অপরদিকে নবনির্বাচিত এমপি, এম.এ.মোতালেব সিআইপি জনগণের ভালবাসা ও সমর্থনের জবাবে বলেছেন, তিনি প্রতিহিংসা পরায়ণ নন বরং সেবক হিসেবে এলাকার সার্বিক উন্নয়নে জনগণের পাশে এসেছেন। অবৈধ কোন লোভ-লালসা তাঁকে স্পর্শ করতে পারবেনা। অপরাধ দমনের ক্ষেত্রে তিনি বলেন, অপরাধী যেই হোক না কেন, তাকে ছাড় দেয়া হবেনা। সুশাসন প্রতিষ্ঠায় তিনি জীবন উৎসর্গ করবেন। তবে, এ’ব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।