২৩শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ রবিবার শরৎকাল

আমি সেবাকর্মে জীবনকে অলংকৃত করে জনগণের সেবক হতে এমপি নির্বাচিত হয়েছি :এমপি মোতালেব

লোহাগাড়া থেকে মোঃ ইউসুফ : আমি সেবক, শোষক নই। আমার অবৈধ কোন লোভ-লালসা ও নেই। আমি প্রতিহিংসা পরায়ণ ব্যক্তি ও নই। আমার আসনের সকলেই আমার কাছে সমান। কোন অবৈধ কর্মকান্ডে আমার সহযোগিতা থাকবেনা। আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি প্রশাসনকে নির্দেশ দেয়েছি। কেউ যেন আমার নাম ব্যবহার করে অবৈধ ফায়দা ভোগ করতে না পারে তার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। যাতে আমার বদনাম না হয়। ১৫ জানুয়ারী সকাল বেলায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত এমপি এম.এ.মোতালেব সিআইপি উপরোক্ত মন্তব্য করেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইনামুল হাছান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল, উপজেলা ভাইস-চেয়ারম্যান এম.ইব্রাহীম কবির, থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক সালাহ উদ্দীন হিরু, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ খালেকুজ্জামান, উপজেলা কৃষি অফিসার কাজী শফিউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম শাওন ভুঁইয়া, উপজেলা প্রকৌশলী ইফরাত বিন মুনির,পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান জেসমিন আক্তার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্রী নিবাস দাশ সাগর, লোহাগাড়া মুক্তিযোদ্ধা সংসদ ডেপুটি কমান্ডার আবদুল হামিদ বেঙ্গল, লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য শহিদুল কবির সেলিম, উপজেলা ইউপি চেয়ারম্যানবৃন্দ যথাক্রমে বিজয় কুমার বড়–য়া,আলহাজ¦ নুরুচ্ছফা চৌধুরী, হারুনর রশিদ, জয়নাল আবেদীন জনু, আলহাজ¦ মোঃ নাজিম উদ্দীন, জাহাঙ্গীর হোসেন মানিক, এস.এম ইউনুচ, এম.এ ওয়াহেদ ও মাওলানা হেলাল উদ্দীন প্রমুখ।
প্রধান অতিথি আরো বলেন, উপজেলায় শান্তি-শৃঙ্খলা ও আইনের শাসন প্রতিষ্ঠায় সৎ ও যোগ্য ব্যক্তির প্রয়োজন। যাতায়াত ব্যবস্থার ও শিক্ষার মানোন্নয়নে তিনি সর্বাতœক প্রচেষ্টা চালিয়ে যাবেন। অবৈধভাবে বালি উত্তোলন, পাহাড় কাটা ও জমির টপসয়েল কর্তন, বনজসম্পদ উজাড়, মাদক কারবারি, চুরি-ডাকাতি, মস্তান-সন্ত্রাসী, ছিনতাই ও জঙ্গীবাদসহ প্রভৃতি অপরাধের সহিত জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে তিনি নির্দেন দেন। এমন কি গায়েবি ও মিথ্যে মামলায় কাকেও হয়রানি না করার জন্য তিনি প্রশাসনের সতর্ক দৃষ্টি কামনা করেছেন। তিনি বলেন, তাঁর আসনে কোন ধরণের অপরাধীকে বিন্দুমাত্র ছাড় দেয়া হবেনা। আগামীতে আওয়ামী লীগ সরকারের সুনাম বৃদ্ধিকরণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার কথা তিনি উল্লেখ করেন।