১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার বসন্তকাল

বড়হাতিয়ায় ফের বাড়ি ও মোটর সাইকেল চুরি

লোহাগাড়া থেকে মোঃ ইউসুফ ঃ দু’দিনের ব্যবধানে অর্থাৎ ১২ জানুয়ারী দিবাগত রাতে বড়হাতিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডস্থ হরিদার ঘোনা এলাকার দক্ষিণ পাড়ায় প্রবাসী শাহ আলমের বাড়ি চুরি হয়। উক্ত এলাকার পাশ^বর্তী পাড়ার অপর শাহ আলম কোম্পানী’র বাড়ি চুরি হয় গত ১০ জানুয়ারী দিবাগত রাতে। এ চুরির ঘটনায় চোরেরা স্বর্ণালংকার, নগদ টাকা, মূল্যবান জিনিষপত্রসহ একটি মোটর সাইকেল নিয়ে যায়। দ্বিতীয় চুরির ঘটনা ঘটে ১২ জানুয়ারী দিবাগত রাতে প্রবাসী শাহ আলমের বাড়ি। ঘটনার দিন উক্ত বাড়ির লোকজন আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন বাড়ির দরজা তালাবদ্ধ করে। এ’সুবাদে চোরেরা রাতের যে কোন এক সময় বাড়ির দরজার তালা কেটে ভেতরে প্রবেশ করে। এরপর আলমারীর তালা ভেঙ্গে ৩ ভরি ওজনের স্বর্ণালংকার ,নগদ ১২ হাজার টাকা ও মূল্যবান কাপড়-চোপড় হাতিয়ে নেয়। চলে যাওয়ার সময় পার্শবর্তী মনজুর কোম্পানীর বাড়ির গেইটের তালা ভেঙ্গে ভেতরে রাখা তাঁর ব্যবহৃত মোটর সাইকেলটি নিয়ে চোরেরা পালিয়ে যায় বলে জানান গাড়ির মালিক। উক্ত চুরির ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান বিজয় কুমার বড়–য়া ও ওয়ার্ড মেম্বার মামুনুর রশিদ চৌধুরী। স্থানীয়রা জানান, তাঁরা বর্তমানে চোরের উপদ্রবে আতঙ্কিত। পুলিশের নজরদারির অভাবের কথা তাঁরা উল্লেখ করেন।