ফটিকছড়ি প্রতিনিধি : ফটিকছড়ি নাজিরহাট পৌরসভার ৬নং ওয়ার্ডের সড়কে উন্নয়নের কাজ উদ্বোধন করেন নাজিরহাট পৌরসভার মেয়র লায়ন একে জাহেদ চৌধুরী। নাজিরহাট পৌরসভাকে আধুনিক ও স্মার্ট পৌরসভা বির্নিমাণে সকলের সহযোগিতা চেয়ে মেয়র লায়ন একে জাহেদ চৌধুরী বলেন, দুই প্যাকেজ ৫২লাখ টাকার অধিক বরাদ্দে আজকে পৌরসভার ৫ নং ওয়াডের মেথুয়া ফকির বাড়ি সড়ক, রফিক সওদাগর বাড়ি সড়ক, আব্দুল বারী চৌধুরী বাড়ি সড়ক, আনোয়ার আলী বাড়ী সড়ক, ৬ নং ওয়াডের মহিবুল্লাহ বাবুনগরী বাড়ি সড়ক, মালীর বাড়ি সড়ক, ৭নং ওয়ার্ডের জিয়াউল গোমাস্তা বাড়ি ও রশিদ মহাজন বাড়ি সড়কে উন্নয়ন কাজ উদ্বোধন করেছি। নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষার অংশ হিসাবে বছরের শুরুতে এ উন্নয়ন বলে তিনি জানান। এসময় উপস্থিত ছিলেন নাজিরহাট পৌরসভা আওয়ামী লীগের সভাপতি হোসেন শহীদ জাফর আলম, কাউন্সিলর ছৈয়দ মুহাম্মদ জয়নাল আবেদীন, কাউন্সিলর মো. ইয়াকুব, কাউন্সিলর মোস্তফা কামাল, কাউন্সিলর মো. শাহাজাহান, কাউন্সিলর মনজুর মিয়া, পৌর প্রকৌশলী রাজীব বড়ুয়া, যুবলীগ নেতা পারভেজ চৌধুরীসহ স্থানীয় জনসাধারণ।
এসময় মেয়রসহ সংশ্লিষ্ট সকলের জন্য মুনাজাতে দোয়া করেন হেফাজত ইসলাম বাংলাদেশের আমির মহিবল্লাহ বাবুনগরী।