২১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ শুক্রবার শরৎকাল

ফাঁসি দিবসে মাস্টারদা সূর্যসেনের প্রতি ছাত্র ইউনিয়নের শ্রদ্ধা

বৃটিশ বিরোধী আন্দোলনের মহানায়ক ও অগ্নিযুগের বিপ্লবী বিপ্লবী মাস্টারদা সূর্যসে্নের ৯০ তম ফাঁসি দিবসে জে.এম.সেন হল আবক্ষ ভাস্কর্যে আজ ১২ জানুয়ারি বিকেল ৪টায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলার পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পুষ্পমাল্য অর্পণকালে উপস্থিত ছিলেন জেলা সভাপতি ইমরান চৌধুরী, সহ সভাপতি অয়ন সেন গুপ্ত, সাধারণ সম্পাদক টিকলু কুমার দে, সহকারি সাধারণ সম্পাদক রনি কান্তি দেব, সদস্য অরিত্র ভট্টাচার্য প্রমূখ।

পুষ্পমাল্য অর্পণকালে বক্তারা বলেন, ‘মাস্টারদার দেখানো পথে বিপ্লবী তৎপরতায় ব্রিটিশ সাম্রাজ্যবাদ পরাজিত হয়েছে। যুদ্ধ করে পাকিস্তানি শাসকদের এদেশ থেকে বিতাড়িত করেছে এদেশের মুক্তিকামী জনগণ। কিন্তু আমাদের কাঙ্খিত গণতান্ত্রিক ও শোষণ-বৈষম্যহীন রাষ্ট্র আজও আমরা পাইনি। বরং ব্রিটিশবিরোধী সংগ্রামের স্মৃতিচিহ্ন মুছে ফেলার চেষ্টা করছে লুটেরা-দুর্বৃত্ত গোষ্ঠী।’