লোহাগাড়া থেকে মোঃ ইউছুপ :উপজেলার সদর বটতলী মোটর ষ্টেশনস্থ আরকান সড়কে যানজট নিরসনে ভ্রাম্যমান আদালত অভিযান শুরু করেছে। গত ১০ জানুয়ারী বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিয়ান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তথা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল। অভিযান চলাকালে সড়কের দু’পাশের্^ অবৈধভাবে গাড়ি পার্কিং ও অবৈধ ভাসমান দোকানীদের ৬ মামলায় ১১ হাজার টাকা জরিমানা করা হয়। ওই সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া বণিক সমিতির সভাপতি মহি উদ্দীন চৌধুরী বাচ্চু, যানজট নিরাসন কমিটির সদস্য সাংবাদিক ও ব্যবসায়ী সাত্তার সিকদার,কার-মাইক্রোবাস চালক সমিতির সাধারণ সম্পাদক আবু তাহের, ঈগল পরিবহন, এলাইন পরিবহন, নাবিল পরিবহন,শাহ আমিন পরিবহন ও এসআর পরিবহনের স্থানীয় প্রতিনিধিগণ। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, উক্ত বটতলী মোটর ষ্টেশনের যানজট নিরসনে আইনানুগ সব ধরণের পদক্ষেপ গ্রহণ করা হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে পর্যায়ক্রমে আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে তিনি উল্লেখ করেন।
