১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার বসন্তকাল

মাটি কাটার দায়ে দেড় লক্ষ টাকা অর্থদন্ডে দন্ডিত

লোহাগাড়া থেকে মোঃ ইউসুফঃ– উপজেলার চরম্বা ইউনিয়নের সাত নং ওয়ার্ডস্থ মাইজবিলা বড়–য়া পাড়া সংলগ্ন এলাকায় অবৈধভাবে মাটি কাটার দায়ে জনৈক যুবককে দেড় লক্ষ টাকা অর্থদন্ডে দন্ডিত করেছে ভ্রাম্যমান আদালত। ১১ জানুয়ারী সকালে ভ্রাম্যমান আদালত এ ভভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তথা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল। তিনি জানান, গত ১০ জানুয়ারী দিবাগত রাত আনুমাণিক সাড়ে ৮ টায় গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত এলাকায় তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। কিন্তু তাঁর উপস্থিতি টের পেয়ে মাটি খেকোরা দ্রæত পালিয়ে গিয়ে গাঁ ঢাকা দেয়। ওই সময় অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর ও একটি ডাম্পার গাড়ি জব্দ করে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যনা ও মেম্বারের জিম্মায় দিয়ে আসেন। ১১ জানুয়ারী সকালে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাদ্যমে ঘটনার সহিত জড়িত গোলাম আজম নামে এক যুবককে দেড় লক্ষ টাকা অর্থদন্ডে দন্ডিত করেন।