২১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ শুক্রবার শরৎকাল

প্রধানমন্ত্রীর ৬ উপদেষ্টার তালিকা প্রকাশ

নতুন মন্ত্রিসভা গঠনের পর এবার নতুন করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ দেয়া হয়েছে। আজ ১১ জানুয়ারি রাত ৯টায় সচিবালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন তালিকায় আগের উপদেষ্টাদের সঙ্গে নতুন করে যোগ হচ্ছেন ড. কামাল আব্দুল নাসের চৌধুরীর নাম প্রকাশ করে।

তিনি জানান, শপথ নেয়ার সঙ্গে সঙ্গে আগের মন্ত্রিসভা যেহেতু ভেঙ্গে গেছে সেহেতু প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের মেয়াদও শেষ হয়েছে। তবে শপথ নেয়ার পর আবার নতুন করে উপদেষ্টারা নিয়োগ পাচ্ছেন।

প্রধানমন্ত্রীর বাকি উপদেষ্টা হলেন ড. মসিউর রহমান, ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী, মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সালমান এফ রহমান, ড. মশিউর রহমান এবং সজীব ওয়াজেদ জয়।

প্রধানমন্ত্রীর উপদেষ্টারা পূর্ণ মন্ত্রীর মর্যাদা ভোগ করেন।