লোহাগাড়া থেকে মোঃ ইউসুফঃ গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া উপজেলাস্থ পদুয়া বনরেঞ্জের অভিযানে বড়দুয়ারা বিট কাম চেক ষ্টেশনের আওতাধীন নুরানী হাফেজিয়া মাদরাসা এলাকায় অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে জড়ো করা বিভিন্ন প্রজাতির গোলকাঠ জব্দ করা হয়েছে। ১১ জানুয়ারী সন্ধ্য আনুমাণিক সোয়া ৫ টায় এ অভিযান পরিচালনা করেন পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ বন প্রহরীদের সাথে নিয়ে। রেঞ্জ কর্মকর্তা জানান, চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগ কর্মকর্তার নির্দেশে ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে উক্ত অবৈধ কাঠ জব্দ করা হয়েছে। কাঠ পরিমাপপূর্বক এ ব্যাপারে বন আইনে মামলা রুজু করা প্রক্রিয়াধীন বলে তিনি উল্লেখ করেন।
