২৩শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ রবিবার শরৎকাল

১১ জানুয়ারি শপথ নতুন মন্ত্রিসভার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ জয়ী দল আওয়ামী লীগ নতুন মন্ত্রিসভা আগামী ১১ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় শপথ গ্রহণ করবেন।
বঙ্গভবনের দরবার হলে প্রধানমন্ত্রী ও মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপ মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, ওইদিন শপথ অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধান, সচিব, সামরিক বেসামরিক কর্মকর্তা, রাষ্ট্রদূত, হাই কমিশনার ও মিশন প্রধানরা উপস্থিত থাকবেন। মন্ত্রিপরিষদ সচিব রাষ্ট্রপতির অনুমোদনক্রমে শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন। আজ ৯ জানুয়ারি বঙ্গভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে আগামীকাল বুধবার ১০ জানুয়ারি নবনির্বাচিত এমপিদের শপথ অনুষ্ঠিত হবে।