মোঃ জুয়েল : চট্টগ্রাম -৬ রাউজান আসনের ৯৫ টি কেন্দ্রে সকল কেন্দ্রের ভোটের তথ্য অনুযায়ী ২ লক্ষ ২১ হাজার ৫ শত বায়াত্তর ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী এ বি এম ফজলে করিম চৌধুরী।
সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত রাউজানে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ হয়।



রাউজানে অন্যান্য প্রার্থীদের প্রাপ্ত ভোটের পরিসংখ্যান দেখা যায়, লাঙ্গল প্রতীকে মোহাম্মদ সফিক উল আলম চৌধুরী ২৬৫৪ ভোট, সোনালী আশঁ প্রতীকে মোহাম্মদ ইয়াহিয়া চৌধুরী পেয়েছেন ১১৪৯ ভোট, ট্রাক প্রতীকে শফিউল আযম ৩১৫৯ ভোট ও চেয়ার প্রতীকে স ম জাফর উল্লাহ ১১৩৭ ভোট।