১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার বসন্তকাল

লোহাগাড়ায় নির্বাচন অবাধ,সুষ্ঠ ও নিরপেক্ষ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে আলাচনা সভা

লোহাগাড়া থেকে মোঃ ইউসুফ : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টীম এবং নির্বাচন মনিটরিং টীম-এর সদস্যদের নিয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ জানুয়ারী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইনামুল হাছান। বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আবদুল শুক্কুর, থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলামসহ অন্যরা।
সহকারি রিটার্নিং অফিসার তথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে। নির্বাচনে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী,র‌্যাব, বিজিবি, আর্মড ফোর্সসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা নির্বাচনী দায়িত্ব পালন করবেন। পাশাপাশি সাদা পোশাকধারী গোয়েন্দা সংস্থার সদস্যরা ও দায়িত্ব পালন করবেন। ভোট কেন্দ্র দখল বা ব্যালেট বক্স ছিনতাই করার সুযোগ কাকেও দেয়া হবে। এমনকি যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কোন পর্যবেক্ষক ভোট কেন্দ্র পর্যবেক্ষণ করার সুযোগ নেই। সরকারের কঠোর নির্দেশে এবারের নির্বাচন অনুষ্ঠিত হবে সুষ্ঠ,অবাধ ও নিরপেক্ষ পরিবেশে।