২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ বৃহস্পতিবার শরৎকাল

লোহাগাড়ায় অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় স্বতন্ত্র প্রার্থী এমএ মোতালেব

লোহাগাড়া থেকে মোঃ ইউসুফঃ- আমি একজন সেবক। জনগণের সেবা করায় আমার মূল লক্ষ্য। সেবা কর্মের মাধ্যমে আমি আমার জীবনকে উৎসর্গ করে আসছি। তাই আপনাদের অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসা নিয়ে আমি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ আসন থেকে ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছি। আমি আশা করি, আপনারা আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠেয় সংসদ নির্বাচনে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ দেবেন। আমার স্বপ্ন, এলাকার উন্নয়ন করে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রাকে আরো শক্তিশালী করা। ৪ জানুয়ারী বিকেলে উক্ত আসনের অর্ন্তভুক্ত লোহাগাড়া উপজেলায় পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এম.এ.মোতালেব সিআইপি উপরোক্ত মন্তব্য করেন। সভায় সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী। সাধারণ সম্পাদক সালাহ উদ্দীন হিরু’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় দলীয় নেতৃবৃন্দ ছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রেখেছেন।