চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানাধীন বেসরকারী সার্জিকেয়ার হাসপাতাল লিমিটেডের সার্বিক তত্ত্বাবধানে ও রোটারী ক্লাব অব চট্টগ্রাম রয়েলসের উদ্যোগে চন্দনাইশের মোহাম্মদপুর গ্রামের ভূঁই খাজার বাড়িতে বিনামূল্যে খত্না ক্যাম্প অনুষ্ঠিত হয়। খত্না ক্যাম্পে আগত শিশুদেরকে বিনামূল্যে লুঙ্গি, গামছা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করা হয়। সার্জিকেয়ার হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান ডা. শিরীনাজ বেগম, ব্যবস্থাপনা পরিচালক ও চন্দনাইশ সমিতি চট্টগ্রামের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক ডা. খাজা মোঃ হোসেন কাওসার রিপন এসময় উপস্থিত ছিলেন। খত্না ক্যাম্প পরিচালনা করেন চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. ইফতেখারুল ইসলাম তানিম।
