১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার বসন্তকাল

লোহাগাড়ায় অস্ত্রসহ হত্যা মামলার পলাতক আসামী আটক

লোহাগাড়া থেকে মোঃ ইউসুফ : উপজেলার চুনতি ইউনিয়নস্থ লম্বাশিয়া পাহাড়ি এলাকায় পুলিশ অভিযান চালিয়ে অবৈধ অস্ত্রসহ রায়হান (৩৩) নামে এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে। গত ২৬ ডিসেম্বর (মঙ্গলবার) দিবাগত রাত আনুমাণিক সাড়ে ১০ টায় এ অভিযান পরিচালনা করেন থানা পুলিশের একটি টীম। উক্ত রায়হান একই ইউনিয়নের ৬ নং ওয়ার্ডস্থ সিকদার পাড়ার মৃত আবদুল শুক্কুর প্রকাশ বান্টু মিয়ার পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলাম। তিনি জানান, গ্রেফতারকৃত রায়হান চুনতি ইউনিয়নের কুষক আবু জাহেদ হত্যা মামলার ৪নং আসামী। ২০২২ সালের ৩০ ডিসেম্বর দিবাগত রাতে চুনতি ইউনিয়নের সাতঘর ছড়ার ব্রীজ এলাকায় পূর্বের ঘটনার জের ধরে গতিরোধ করে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে জাহেদকে গুরুতর জখম করে। ওই সময় আহত অবস্থায় স্বজনেরা জাহেদকে উদ্ধার করে চট্টগ্রাম শহরস্থ একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যান। চলিত সনের ৩ জানুয়ারী সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় আহত জাহেদ মারা যান। নিহত আবু জাহেদ একই ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাতঘর নয়া পাড়ার মৃত সাহাব মিয়ার পুত্র। উক্ত হত্যার ঘটনায় নিহতের স্ত্রী উর্মি সুলতানা সাদিয়া বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলার রায়হান এজাহার নামীয় আসামী। ঘটনার পর সে নিজকে আত্মগোপন করে চুনতি ইউনিয়নের লম্বাশিয়া পাহাড়ি এলাকায় অবস্থান নেয়। সে ওইখান থেকে বিভিন্ন ধরণের অপকর্ম চালাতে থাকে। অবশেষে উল্লেখিত সময়ে অপকর্মের বোঁঝা কাঁধে নিয়ে অবৈধ অস্ত্রসহ পুলিশের জালে আটকে পড়ে। ২৭ ডিসেম্বর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।