১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার বসন্তকাল

খাগড়াছড়ির প্রত্যন্ত অঞ্চল লক্ষীছড়িতে নৌকা প্রার্থীর পথসভা

খাগড়াছড়ি থেকে তমাল দাশ লিটন : খাগড়াছড়ির দুর্গম এলাকা লক্ষীছড়িতে বুধবার বিকেলে পথসভা করেছেন ২৯৮ নং খাগড়াছড়ি আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমান সংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা।
লক্ষীছড়ি উপজেলা আওয়ামী লীগের ও সকল সহযোগী অংগ সংগঠনের আয়োজনে
উক্ত পথ সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেম্রাচাই চৌধুরী।উপজেলা মুক্ত মঞ্চে নির্বাচনী পথসভায় নৌকা মার্কার প্রার্থী বলেন আওয়ামী লীগ সরকারের আমলে শান্তিচুক্তি হয়েছে। পাহাড়ের উন্নয়ন হয়েছে। ভবিষ্যৎ ও উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
এবং আগামী ৭ জানুয়ারি নৌকায় ভোট দিয়ে খাগড়াছড়ি আসনটি প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে উপহার দেওয়ার জন্য উপস্থিত ভোটারদের অনুরোধ জানান।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি মনির হোসেন খান ও মংক্যচিং চৌধুরী, জেলা পরিষদ সদস্য শুভমঙ্গল চাকমা, এম এ জব্বার,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম।
এছাড়া জেলা, উপজেলার আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।