লোহাগাড়া থেকে মোঃ ইউসুফ : জনস্বার্থে উপজেলা সদর বটতলী মোটর ষ্টেশনকে অপরাধমুক্ত রাখার জন্য উপজেলা পরিষদের আর্থিক সহায়তায় ১২ লক্ষ টাকা ব্যয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন সিসি ক্যামরা স্থাপন করা হয়েছে। এতে সহজেই অপরাধীদেরকে শনাক্ত করে আইনের আওতায় আনা সহজ হবে। ২০ ডিসেম্বর উপজেলা পরিষদ সভাকক্ষে মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল উপরোক্ত কথা তোলে ধরেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইনামুল হাছান। উপস্থিত ছিলেন যথাক্রমে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম.ইব্রাহীম কবির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল,থানার অফিসার মোঃ রাশেদুল ইসলাম, উপজেলা প্রকল্প বান্তবায়ন অফিসার মাহবুব আলম শাওন ভুঁইয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডাঃ মোঃ সোহেল চৌধুরী,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আখতার আহমদ সিকদার, উপজেলা প্রকৌশলী ইফরাত বিন মুনির, পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ চুনতি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু, পদুয়া ইউপি চেয়ারম্যান হারুনর রশিদ, আধুনগর ইউপি চেয়ারম্যান আলহাজ¦ নাজিম উদ্দীন, কলাউজান ইউপি চেয়ারম্যান আলহাজ¦ এম.এ ওয়াহেদ, বটতলী শহর উন্নয়ন কমিটির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান মিজান, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ডেপুটি কমান্ডার আবদুল হামিদ বেঙ্গল, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতির লোহাগাড়া জোনাল অফিসের ডিজিএম মোঃ শাহজাহানসহ অন্যরা।
