লোহাগাড়া থেকে মোঃ ইউসুফ : চট্টগ্রাম-১৫ লোহাগাড়া-সাতকানিয়া আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী এম.এ.মোতালেব সিআইপি’র লোহাগাড়ায় প্রধান নির্বাচনী অফিস উদ্বোধন হয় গত ১৮ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলা সদর বটতলী ষ্টেশনের বদিউল রহমান মার্কেটের দ্বিতীয় তলায়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী। প্রধান অতিথি ছিলেন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী এম.এ.মোতালেব সিআইপি। উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিদুওয়ানুল হক সুজন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ডাঃ আ.ম.ম. মিনহাজুর রহমান, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দীন হিরু, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ,সাতকানিয়া পৌরসভা মেয়র ও দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ জুবায়ের, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য শহিদুল কবির সেলিম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মিন্টু, মোঃ মিয়া ফারুক, চুনতি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু, আধুনগর ইউপি চেয়ারম্যান আলহাজ¦ নাজিম উদ্দীন, পদুয়া ইউপি চেয়ারম্যান হারুনর রশিদ, সোনাকানিয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দীন, এওচিয়া ইউপি চেয়ারম্যান আবু ছালেহ, সাতকানিয়া সদর ইউপি চেয়ারম্যান মোঃ সেলিম উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের প্রচার-প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদসহ অন্যরা।
