২১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ শুক্রবার শরৎকাল

পদুয়া বনরেঞ্জের অভিযানে পাহাড় কাটার দায়ে আটক ৩ জন

লোহাগাড়া থেকে মোঃ ইউসুফ : লোহাগাড়া উপজেলাধীন পদুয়া বন বিভাগের অভিযানে অবৈধভাবে পাহাড় কর্তন ও পাচারের দায়ে ২ ডাম্পারসহ তিনজনকে আটক করা হয়েছে। গত ১৮ ডিসেম্বর পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ-এর নেতত্বে বাজালিয়া এলাকার বড়দুয়ারার সংরক্ষিত বনাঞ্চলের হলুদিয়া মইন্নার টেক এলাকায় এ অভিযান পরিচালনাকালে উক্ত ২ ডাম্পার ও ঘটনার সহিত জড়িত থাকার দায়ে ৩ জন আটক হয়। এ প্রসঙ্গে পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ জানান, পদুয়া বনরেঞ্জের আওতাধীন বড়দুয়ারা বন বিটের সংরক্ষিত বনাঞ্চলে পাহাড় কেটে মাটি পাচার করার খবর পেয়ে তিনি তৎক্ষণাৎ অভিযান চালান। অভিযানে পাহাড়ের মাটি ভর্তি ২ টি ডাম্পার ও পাহাড় কর্তন এবং পাচারকাজে জড়িত থাকার দায়ে ৩ জনকে আটক করা হয়। এ’ব্যাপারে বন আইনে একটি মামলা রুজু হয়েছে বলে তিনি উল্লেখ করেন।