লোহাগাড়া থেকে মোঃ ইউসুফ : চট্টগ্রাম-১৫ লোহাগাড়া-সাতকানিয়া আসনের নৌকা প্রতীক প্রার্থী সাবেক সাংসদ প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামদ্দীন নদভী’র লোহাগাড়ায় প্রধান নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। গত ১৮ ডিসেম্বর রাত আনুমাণিক সাড়ে ৮ টায় উপজেলা সদর বটতলী মোটর ষ্টেশনস্থ বেস্ট চৌধুরী প্লাজা প্রাঙ্গণে নৌকা প্রতীক প্রার্থীর প্রধান নির্বাচনী অফিস উদ্বোধিত হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্যা মিসেস রিজিয়া রেজা চৌধুরী। লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিজান-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য এরফানুল করিম চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম গণি স¤্রাট, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম.ইব্রাহীম কবির, উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ জহির উদ্দীন, সাবেক পদুয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ জহির উদ্দীন, পদুয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার এস.এম জাবেদ করিম. মহিলা আওয়ামী লীগ নেত্রী জেসমিন আক্তার, উপজেলা ছাত্রলীগের সভাপতি এ.কে.এম আসিফুর রহমান চৌধুরী, বার আউলিয়া ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলামসহ অন্যরা।
