বাংলাদেশ শিশু একাডেমি চট্টগ্রাম জেলার উদ্যোগে মহান বিজয় দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে গতকাল ১৭ ডিসেম্বর রোববার আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শিশু একাডেমি চট্টগ্রাম জেলার শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মোছলেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা একেএম সরোয়ার কামাল দুলু, রোটারী আন্তর্জাতিক জেলার এডিশনাল ডিস্ট্রিক্ট সেক্রেটারী অধ্যাপক মঈন উদ্দিন আহমেদ ও ইলমা’র প্রধান নির্বাহী নারী নেত্রী জেসমিন সুলতানা পারু। শেষে মহান বিজয় দিবস উপলক্ষে শিশু শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত ক্যাটাগরি ভিত্তিক চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। সবশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
